January 29, 2024

রচনা : জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানী - Class 3, 4, 5

সূচনা:

বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু সবচেয়ে খ্যাতিমান বাঙালিদের অন্যতম। তিনি তার সময়ে বিশ্বের বড় বড় বিজ্ঞানীদের একজন ছিলেন। বিজ্ঞানের ক্ষেত্রে জগদীশচন্দ্র বসুর মৌলিক কৃতিত্ব রয়েছে।

জীবনী:

জগদীশচন্দ্র বসু ১৮৫৮ সালের ৩০ নভেম্বর ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তবে পৈতৃক নিবাস তৎকালীন বিক্রমপুরের (বর্তমান মুন্সীগঞ্জ) রাঢ়িখাল গ্রামে ।

জগদীশচন্দ্রের লেখাপড়ার সূচনা হয় বাড়িতে । প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার স্তর পার হয়ে কলকাতার বিখ্যাত সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তি হন। সেখান থেকে এন্ট্রান্স পাশ করে ১৮৭৮ সালে এফ. এ শ্রেণিতে ভর্তি হন তিনি।

কৃতিত্বের সাথে এফ. এ পাশ করে ১৮৮০ সালে বিজ্ঞান শাখায় ব্যাচেলর ডিগ্রি নিয়ে ডাক্তারি পড়ার জন্য বিদেশে যান। ইংল্যান্ডের খ্যাতনামা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করে ১৮৮৫ সালে কলকাতায় ফিরে আসেন তিনি। এর পর পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কলকাতার প্রেসিডেন্সি কলেজে যোগ দেন ।

আরও পড়ুন