June 30, 2024

আবরণী কলা ও যোগ কলা এবং পেশীকলা ও স্নায়ুকলার মধ্যে পার্থক্য

আবরণী কলা ও যোগ কলার পার্থক্য :

আবরণী কলা

যোজক কলা

১। যে সকল কলা দেহের ভিতর ও বাইরের অংশকে ঢেকে রাখে, তাদেরকে আবরণী কলা বা এপিথিলিয়েল টিস্যু বলে।

১। যে সকল কলা দেহের বিভিন্ন কলা ও অঙ্গসমূহের মধ্যে সংযোগ সাধন করে তাদেরকে যোজক কলা বা যোগ কলা বা কানেকটিভ টিস্যু বলে।

২। আবরণী কলায় কোষীয় আধিক্য পরিলক্ষিত হয়।

২। যোজক কলায় স্বল্পসংখ্যক কোষ বর্তমান ।

৩। কোষগুলো ঘন সন্নিবিষ্ট ।

৩। কোষগুলো ধাত্র-মধ্যে ছড়ানো থাকে ।

৪। প্রধানত একজাতীয় কোষ হয়ে থাকে।

৪। বিভিন্ন প্রকারের কোষ হয়ে থাকে।

৫। ভ্রুণের এক্টোডার্ম বা এন্ডোডার্ম হতে উৎপন্ন হয়ে থাকে।

৫। ভ্রুণের মেসোডার্ম হতে উৎপন্ন হয়ে থাকে।

সম্পূর্ণ পড়ুন