বাংলাদেশের ক্রিকেট - প্রবন্ধ রচনা
ভূমিকা :-
বাংলাদেশের ক্রিকেট এখন একটি জাতীয় আবেগ। বাংলাদেশ দলের খেলা থাকলে দেশের মানুষ যেন সব ভুলে যায়, পরিণত হয় ক্রিকেট পাগলে। ক্রিকেট দলের কোনো ভালো খবর পুরো জাতিকে যেমন উদ্বলিত করে তেমনি খারাপ খবরে মুষড়ে পড়েন দেশের মানুষ। ক্রিকেট বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থান বেশ আশাব্যঞ্জক ।
ক্রিকেটে বাংলাদেশের আবির্ভাব :-
বাংলাদেশের ক্রীড়ামোদী, ক্রীড়াসংগঠক এবং খেলোয়াড়দের উৎসাহে গড়ে ওঠা ক্রিকেটে পরিমণ্ডলের সাফল্যের প্রাথমিক স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সালে প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেট সংস্থার সহযোগী সদস্যপদ লাভ করে । তৎকালীন বাংলাদেশ ক্রিকেট সংস্থার প্রচেষ্টায় ক্রমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক স্তরে খেলার যোগ্যতা অর্জন করে।
দুইদিন, তিনদিন ও চারদিনের খেলার স্তর পার হয়ে অনেক লম্বা পথ পাড়ি দিয়ে ১৯৯৭ সালে বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়নশীপ এ বিজয়ী হবার মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটের বৃহত্তম আসর “আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ১৯৯৯” এ খেলার সুযোগ পায় । প্রথমবারের অংশগ্রহণ বাংলাদেশকে এনে দেয় শক্তিশালী পাকিস্তান এর বিপক্ষে ঐতিহাসিক বিজয়।
বাংলাদেশের ক্রিকেটীয় সাফল্য :-
১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে গিয়েই বাংলাদেশ বিশ্ববাসীকে চমকে দেয়। এ টুর্নামেন্টে বাংলাদেশ পাকিস্তানকে শোচনীয়ভাবে পরাজিত করে। এরপর ইংল্যান্ডে অনুষ্ঠিত ন্যাটওয়েস্ট সিরিজে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে পরাজিত করে বিস্ময় সৃষ্টি করে। ২০০০ সালে ওয়ানডে স্ট্যাটাসের পাশাপাশি বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে।