July 22, 2023

কোষ প্রাচীর কি। কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির পার্থক্য। গঠন ও কাজ  

কোষ (cell) প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি মৃত বা জড়বস্তু দ্বারা গঠিত। এর রাসায়নিক গঠন বেশ জটিল। এতে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে। তবে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত।

সংজ্ঞা :- জড় ও শক্ত যে প্রাচীর দিয়ে উদ্ভিদ কোষ পরিবেষ্টিত থাকে তাকে কোষ প্রাচীর বলে।

Table of Contents

কোষ প্রাচীর চিত্র:- 

 কোষ প্রাচীরের গঠন :-

কোষ প্রাচীরের স্তররাসায়নিক উপাদানমধ্য পর্দাপেকটিক এসিড (অধিক পরিমাণে থাকে), ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট (এদের একত্রে প্রাচীর পেকটিন বলে) এবং প্রোটোপেকটিন (অল্প পরিমাণে থাকে)।প্রাথমিক প্রাচীরপ্রাথমিক সেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, হেমিসেলুলোজ (এতে Xylans, Arabans ও Galactans থাকে)।গৌণ প্রাচীরসেলুলোজ, লিগনিন, কিউটিন, সুবেরিন, মোম, ক্যালসিয়াম অক্সালেট, অজৈব লবণ ইত্যাদি ।

কোষ প্রাচীর এর কাজ -:

Read more