March 23, 2024
বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র(২টি)
বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র - ১ :
আমার প্রীতি ও শুভেচ্ছা রইল। গতকাল আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পত্রের মাধ্যমে তোমাকে সে সম্পর্কে লিখছি।
প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে ক্রীড়ানুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা শিক্ষা অফিসার। তিনি রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রথমেই ছাত্রছাত্রীদের ১০০ মিটার দৌড় অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ লাফ, উচ্চ লাফ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ ইত্যাদি দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
দুপুরের খাওয়ার বিরতির পর শুরু হয় সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান ‘যেমন খুশি তেমন সাজো'। অনেকে নানা সাজে সেজে এসেছিল। আমি একজন বীর মুক্তিযোদ্ধা সেজেছিলাম।