November 7, 2023
শ্রমের মর্যাদা - বাংলা রচনা [ Class - 6, 7, 8 ,9 ,10]
উপস্থাপনা ঃ
কর্মই জীবন। জীবন ও জগতে একমাত্র শ্রমের মাধ্যমেই সাফল্য আসে। শ্রমের মাধ্যমে জীবনে সাফল্যের ধারায় যে আনন্দ ও তৃপ্তি আসে, তা সত্যিই নির্মল ও অতুলনীয় । মনীষী কার্লাইলের দৃষ্টিতে দু'ধরণের মানুষ শ্রদ্ধার পাত্র। তাঁদের একজন কৃষক ও শ্রমশিল্পী, যিনি পরিশ্রমের দ্বারা অন্ন-বস্ত্রের সংস্থান করেন । আর অন্যজন জ্ঞানসাধক, যিনি আত্মার খাদ্য সংস্থানে ব্যাপৃত। প্রকৃতপক্ষে শ্রমের মাধ্যমেই মানুষ প্রতিষ্ঠা লাভ করে ।
কথায় বলে- “পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।” এ জন্য শ্রমের মর্যাদাবোধ সকলের একান্ত কাম্য। Virgil বলেন- "The dignity of labour makes a man self-confident and high ambitious. So, the evaluation of labour is essential".