বাংলাদেশের জাতীয় ফুল রচনা : শাপলা - ক্লাস ৬, ৭, ৮, ৯, ১০
বাংলাদেশের জাতীয় ফুল : শাপলা
উপস্থাপনা ঃ
শাপলা এক প্রকার জলজ ফুল । শাপলা চাষাবাদ ব্যতীত আপনা আপনিই পানিতে জন্মে। শাপলা সাধারণত বদ্ধ পানিতে জন্মায় ।
শাপলার জন্ম ঃ
বর্ষা ঋতুতে যখন মাঠ-ঘাট, খাল-বিল পানিতে ভরে যায়, তখনই তা মাটির ভেতর থেকে অঙ্কুরিত হয় । মাটির ভেতরে এর মূল থাকে । শুকনার সময় এর মূল মাটির নিচে বেঁচে থাকে। বর্ষাকালে পানির সংস্পর্শে তার কাণ্ড বা ডাঁটা ফুটে বের হয়। মূলের ভেতর থেকে সরু নলের মত একটি করে দণ্ড জন্মাতে থাকে এবং তা পানির উপরে ওঠে পাতা গজায়।
পানির গভীরতার সাথে সাথে শাপলা বৃদ্ধি পায় । এভাবে এক একটি মূল থেকে কয়েকটি শাখা বের হয়ে ঝাড়ের মত হয়। এর মাথার পাতাটি ক্রমশ বড় হয়ে পানির উপরে ভাসতে থাকে। তা প্রথমে পানির নিচে সরু থাকে এবং এর মাথায় ফুলের মুচিটি কুঁড়ির মত, পাঁপড়িগুলো কলার মোচার মত আবন্ধ থাকে।
দু-তিন দিনের মধ্যেই তা পানির উপরে ওঠে আসে। এ দণ্ড পাতার দণ্ডাপেক্ষা বেশ সতেজ, মোটা ও শীর্ষ সম্পন্ন হয়, মোচাটি পানির ওপরে ওঠার পর আলো বাতাসের স্পর্শে দু-একদিনের মধ্যে ফুটে যায়। তখনই এর রূপ বিকশিত হয় ।