February 16, 2024

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - রচনা : Class 3, 4, 5

ভূমিকা :-

বাংলা ভাষার উৎপত্তি কয়েক হাজার বছর আগে। কিন্তু বাঙালির এ মাতৃভাষা বিভিন্ন সময়ে বিদেশি শাসকগোষ্ঠী তাদের হীন স্বার্থে দমিয়ে রাখতে তৎপরতা চালিয়েছে। তবে শেষ পর্যন্ত রক্তের বিনিময়ে বাঙালিরা তাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে। তবে এ অবদানের সিংহভাগই ভাষা শহিদ ও ভাষা সৈনিকদের।

মাতৃভাষার গুরুত্ব :-

আমাদের মাতৃভাষা বাংলা। প্রায় দেড় হাজার বছর ধরে এ ভাষার ব্যবহার চলে আসছে। এ ভাষায় আমরা সহজেই মনের ভাব প্রকাশ করি । ফলে মাতৃভাষা আমাদের কাছে অত্যন্ত মর্যাদপূর্ণ ভাষা ।

ভাষা আন্দোলনের প্রেক্ষাপট :-

১৯৪৭ এর দেশবিভাগের পরপরই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ববাংলার সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। ১৯৫২ সালের ২৭ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকার এক জনসভায় উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা বলে ঘোষণা করেন। এর প্রতিবাদে ৪ ফেব্রুয়ারি সারা "প্রদেশে আন্দোলনের প্রস্তুতি দিবস এবং ২১ ফেব্রুয়ারি সমগ্র প্রদেশে ধর্মঘট ঘোষণা করা হয়।

সরকার ২০ ফেব্রুয়ারি বিকেলে ঢাকায় ১৪৪ ধারা জারি করে সব রকম সভা, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করেন। সাধারণ জনগণও এই মিছিলে শরিক হন। ছাত্র জনতার এ মিছিলে বাধা দেবার জন্যে পুলিশ মেডিকেল কলেজের সামনে বেপরোয়া গুলি চালাতে থাকে।

আরও পড়ুন