January 16, 2024

শিষ্টাচার অথবা সৌজন্যবোধ - বাংলা প্রবন্ধ রচনা

উপস্থাপনা :

"Humility is the solid foundation of all the virtues." কবি বলেন, “সে-ই নীতিজ্ঞ বীর গুণ গাই তার, মন-মুখ ব্যবহার যার একাকার।” মানুষের শ্রেষ্ঠত্ব তার জ্ঞান-কর্মে, আচার-আচরণে, ব্যবহারে ও কথাবার্তায় । ভদ্রতা ও সৌজন্যবোধ মানুষকে মহিমান্বিত করে তোলে । ভদ্র ব্যবহারে শত্রুও মিত্রে পরিণত হয় ।

পক্ষান্তরে অভদ্র ব্যবহারে মিত্রও শত্রুতে পরিণত হয়। কথায় বলে, “পৃথিবীতে শত্রু-মিত্র কেহ কারো নয়, ব্যবহারে শত্রু-মিত্র সবাকার হয়।” কবির ভাষায়, “শিষ্টাচার উন্নতির প্রধান সোপান-শিষ্টাচারে মানব হয় মহা মহীয়ান।”

শিষ্টাচার লাভের উপায় :

শিষ্টাচার বা আদব-কায়দা শিক্ষার জন্য কোনো অর্থ ব্যয়ের প্রয়োজন হয় না অথচ এ কথা সত্য যে, মানুষ ইচ্ছে করলেই শিষ্টাচারী হতে পারে না । শিষ্টাচারী হওয়ার জন্য মানুষকে সাধনা করতে হয় । শিশুকাল থেকেই একজন মানব- সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিতে হয়। উর্বর ভূমি যেমন উপযুক্ত কর্ষণের অপেক্ষা রাখে, মহৎ গুণের অধিকারী সন্তানকেও তেমনি ছোট বেলা থেকে তিলে তিলে গড়ে তুলতে হয় ।

শিষ্টাচার লাভে পরিবেশের প্রভাব :

শিষ্টাচার লাভ করার ব্যাপারে পারিপার্শ্বিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে । একটি শিশু যে পরিবেশে জন্মায় এবং লালিত-পালিত হয় তা তার মনে বহুল পরিমাণে ছাপ ফেলে- দাগ কাটে। পরবর্তীকালে তার কাজে-কর্মে, আচার-আচরণে এ পরিবেশের শিক্ষা-দীক্ষা এবং রীতি-নীতি তার চরিত্রে ফুটে ওঠে

আরও পড়ুন