February 15, 2024

২১শে ফেব্রুয়ারি/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা- ১০০,২০০, ৩০০ শব্দ

ভূমিকা:-

একুশে ফেব্রুয়ারি অমর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করে। দিনটি ভাষা প্রেমের এক অনন্য দৃষ্টান্তের দিন।

একুশে ফেব্রুয়ারির ঘটনা :-

ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল এড়াবার জন্য পাকিস্তানি শাসক ১৪৪ ধারা জারি করে। এজন্য পুলিশ বাহিনী ও সেনাবাহিনী তলবা করা হয়। কিন্তু ছাত্র-জনতা ১৪৪ ধারা অমান্য করে রাস্তায় নেমে পড়ে।

মিছিল এসে ঢাকা মেডিকেল কলেজের সামনে সমবেত হয়। পুলিশ তখন গাড়ি থেকে মিছিল লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। গুলির আঘাতে শহীদ হয়েছিলেন সালাম, বরকত, রফিক,জব্বার, আউয়াল, আব্দুল্লাহ সহ আরও অনেক।

আন্তর্জাতিক স্বীকৃতি :

১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেন। তারপর থেকে বিশ্বব্যাপী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ২১শে ফেব্রুয়ারিতে পৃথিবীর সব মানুষই স্মরণ করে বাংলাদেশের ভাষা শহীদদের।

আরও পড়ুন