February 3

বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে কর্তৃপক্ষের নিকট আবেদন(২টি)

তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার প্রার্থনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।

তারিখ : ০৫/ ০৪/২০… ইং
বরাবর,
তত্ত্বাবধায়ক প্রকৌশলী
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
বরিশাল।
বিষয় : বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, চরহোগলা গ্রামটি মেহেন্দীগঞ্জ থানার অন্তর্গত একটি উন্নত গ্রাম। এখানে প্রায় ১০ হাজার লোকের বসবাস এবং শিক্ষা ও ব্যবসায়-বাণিজ্যের দিক দিয়ে খুবই উন্নত। বিগত কয়েক সপ্তাহ ধরে এ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। প্রতিদিনই ১০/১২ বার বিদ্যুৎ চলে যায় এবং মাঝে মধ্যে একেবারে বন্ধ হয়ে যায়। যার ফলে শিক্ষার্থীদের পড়ালেখার দারুণ অসুবিধা হচ্ছে এবং জনজীবন হয়ে পড়েছে বিপর্যন্ত।

অতএব, বিনীত নিবেদন, এলাকাবাসীর সুবিধার্থে বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে জনাবের মর্জি হয়।

আরও শিখুন