February 19, 2024

প্রবন্ধ রচনা : আমাদের দেশ / বাংলাদেশ

সূচনা :-

আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশ শস্য-শ্যামল। এখানে প্রচুর ধান জন্মে। আমাদের মাঠের কৃষক, নায়ের মাঝি, গায়ের বধূ সবাই মনের খুশিতে গান গায়। কবির ভাষায়-

“এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।”

আয়তন ও জনসংখ্যা :-

আমাদের দেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। বর্তমানে এর লোকসংখ্যা প্রায় ১৭ কোটি। জনসংখ্যার বেশির ভাগই মুসলিম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সম্প্রদায়ের লোক এদেশে মিলেমিশে বসবাস করে।

প্রশাসনিক বিভাগ :-

বাংলাদেশে ৮টি বিভাগ ও ৬৪টি জেলা আছে। বর্তমানে ৪৯৫টি উপজেলা আছে। আমাদের দেশে গ্রামের সংখ্যা প্রায় ৮৭ হাজার ।

বাংলাদেশের সীমা :-

বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য; পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য ও মিয়ানমার; দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত ।

আরও পড়ুন