January 26, 2024

তাহারাত অর্থ কি? কাকে বলে। যে পানি তাহারাত অর্জন বৈধ, অবৈধ 

ইসলামী শরীয়তে طهاره (তাহারাত) তথা পবিত্রতার গুরুত্ব অপরিসীম। পবিত্রতা ছাড়া কোন ইবাদাত গ্রহণযোগ্য নয় । আর পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হলো পবিত্র পানি ।

তাহারাত শব্দের আভিধানিক অর্থ :-

طهاره (তাহারাত) শব্দটি فعاله - এর ওযনে বাবে نصر- ينصر এর মাসদার । শব্দটি "ط" বর্ণের হরকতের বিভিন্নতায় এটাকে তিন রকমে পড়া যায়। পঠনভেদে এর অর্থও ভিন্ন হয়। যেমন-

১. طهاره (যরব যোগে) النظافه তথা পবিত্রতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা।

2. طهاره (যের যোগে): اله النظافه তথা পবিত্রতার পাত্র।

৩. طهاره (পেশ যোগে) : ما به النظافه তথা যা দ্বারা পবিত্রতা অর্জন করা যায় । যেমন- মাটি, পানি ইত্যাদি।

পবিত্র কুরআনেও এ শব্দের ব্যবহার পাওয়া যায়। যেমন- وان كنتم جنبا فاطهروا, অর্থাৎ যখন তোমরা অপবিত্র হও তখন পবিত্রতা অর্জন কর।

পারিভাষিক সংজ্ঞা :-

১. ফকীহদের মতে, তাহারাত -এর পারিভাষিক সংজ্ঞা হলো-

শরীয়তের নির্দেশিত পন্থায় পবিত্রতা অর্জন করাকে তাহারাত নামে অভিহিত করা হয়। যেমন- অযু, গোসল ও তায়াম্মুম দ্বারা পবিত্রতা অর্জন করা।

২. ‘ফাতহুল মুলহিম' গ্রন্থকার বলেন- অপবিত্রতা এবং কদর্যতা হতে শরীর, কাপড় ও স্থান পবিত্র করাকে তাহারাত বলা হয় ।

৩. কতিপয় ইসলামী আইন শাস্ত্রবিদ বলেন- প্রকৃত এবং বিধানগত অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন করাকে তাহারাত বলা হয় ।

মূল সংজ্ঞা :- ইসলামি পরিভাষায় শরিয়ত নির্দেশিত পদ্ধতিতে দেহ, মন, পোশাক, খাদ্য, বাসস্থান ও পরিবেশ পরিষ্কার ও নির্মল রাখাকে তাহারাত বলে।

আরও পড়ুন