February 6
গার্মেন্টস চাকরির জন্য আবেদন পত্র- নমুনা সহ
একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজার নিয়োগ করা হবে । উক্ত পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখ ।
১২ই জানুয়ারি ২০২…ইং
বরাবর
উপ-মহাব্যবস্থাপক
শিমুল গার্মেন্টস লি.
সাভার, ঢাকা ।
বিষয় : সুপারভাইজার পদে নিয়োগের জন্য আবেদন ৷
জনাব
সবিনয় নিবেদন এই যে, গত ৮ই জানুয়ারি ২০২…ইং তারিখে ‘দৈনিক ইত্তেফাক’-এ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে অবগত হয়েছি যে, আপনার প্রতিষ্ঠানে ‘সুপারভাইজার’ পদে কিছু জনবল নিয়োগ করা হবে । আমি উক্ত পদের একজন প্রার্থী । নিচে আমার জীবনবৃত্তান্ত উপস্থাপন করা হলো-