February 1

নিরাপদ পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন

মনে করো, তুমি কমল/কমলা, তুমি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। তোমার বিদ্যালয়ে বিশুদ্ধ পানি পানের কোনো ব্যবস্থা নেই। তাই নিরাপদ পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো।

৮ জানুয়ারি, ২০২….
বরাবর
প্রধান শিক্ষক
লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর ।
বিষয়: নিরাপদ পানির ব্যবস্থা করার জন্য আবেদন ।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী । আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সব সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। কিন্তু সম্প্রতি স্কুলের একটিমাত্র টিউবওয়েল নষ্ট হয়ে যাওয়ায় আমরা নিরাপদ পানি পান করতে পারছি না। সারা দিন পানি না খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। সুতরাং খুব দ্রুত একটি নলকূপ স্থাপন করা প্রয়োজন ।

অতএব, আপনার কাছে বিনীত প্রার্থনা, আমাদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে নিরাপদ পানির ব্যবস্থা করতে নলকূপ স্থাপনে আপনার একান্ত মর্জি হয় ।

আরও দেখুন