March 17

ভাজক টিস্যু কাকে বলে ও কত প্রকার।ভাজক টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ

সংজ্ঞা :- যে সব টিস্যুর কোষগুলো অপরিণত অবস্থায় থাকে এবং সবসময়ই বিভক্ত হয়ে নতুন অপত্য কোষ সৃষ্টি করে তাদেরকে ভাজক টিস্যু বলে।

ভাজক টিস্যুর প্রকারভেদ :-
উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু ৩ প্রকার । যথাঃ-
i) প্রারম্ভিক ভাজক টিস্যু ( Promeristem ) ।

ii) প্রাইমারি ভাজক টিস্যু ( Primary meristem )।

iii) সেকেন্ডারি ভাজক টিস্যু ( Secondary meristem )।

অবস্থান অনুসারে ভাজক টিস্যু ৩ প্রকার । যথাঃ-
i) শীর্ষস্থ ভাজক টিস্যু ( Apical meristem )
ii) নিবেশিত ভাজক টিস্যু ( Intercalary meristem )

iii) পার্শ্বীয় ভাজক টিস্যু ( Lateral meristem )
বিভাজন অনুসারে ভাজক টিস্যু ৩ প্রকার। যথাঃ-
i) মাস ভাজক টিস্যু ( Mass meristem ) ।
ii) প্লেট ভজক টিস্যু ( Plate meristem )।

iii) রিব ভাজক টিস্যু ( Rib meristem ) ।

আরও পড়ুন