January 18, 2024
আমার জীবনের লক্ষ্য - রচনা [ class 2, 3, 4, 5 ]
সূচনা:
মানুষের জীবন ছোট কিন্তু তার কর্মক্ষেত্র অনেক বড়। এ 'কারণে মানবজীবন ও কর্মক্ষেত্রে সফল হতে হলে প্রত্যেক মানুষকে জীবনের শুরুর দিকেই সঠিক লক্ষ্য নির্ধারণ করতে হয় ।
লক্ষ্য নির্ধারণ:
ছাত্র অবস্থায়ই অভিভাবকের সহায়তায় সঠিক চিন্তা ভাবনা করে লক্ষ্য ঠিক করতে হবে। এর পর তা বাস্তবায়নের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
আমার জীবনের লক্ষ্য:
আমি এখন পঞ্চম শ্রেণির ছাত্র। আমি চাই লেখাপড়া শিখে একজন শিক্ষক হতে। এ মহান পেশায় ব্রতী হয়ে আমি দেশের সেবা করতে চাই ।