November 5, 2023

পবিত্র মহররম - রচনা [ ক্লাস ৬, ৭, ৮, ৯, ১০]

উপস্থাপনা ঃ

মুসলমানদের বিষাদময় কাহিনীর অপর নাম মহররম। রোমাঞ্চকর ঘটনার অপর নাম মহররম। মানব ইতিহাসের ঊষালগ্ন থেকে এ মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। ত্যাগ ও মুসলিম ঐতিহ্যে পরিপূর্ণ এ মাস। এ মাস মুসলিম জাহানে জাগরণের অনুপম প্রেরণার মাস ।

মহররমের পরিচয় ঃ

আরবি চান্দ্রমাসের প্রথম মাসের নাম মহররম। মহররম শব্দের অর্থ অবৈধ। মহররম মাসের ১০ তারিখকে আশুরা বলে এ মাসকে সম্মান প্রদর্শন করে । আরবের লোকেরা অন্যায় যুদ্ধ বিগ্রহ ও রক্তপাত থেকে বিরত থাকতো বিধায় এ মাসের নামকরণ করা হয়েছে মহররম।

read more