January 6, 2024

বাংলাদেশের বেকার সমস্যা ও তার প্রতিকার : বাংলা প্রবন্ধ রচনা 

উপস্থাপনা :

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। বর্তমানে দেশে লক্ষ লক্ষ যুবক বেকারত্বের অভিশাপে ভুগছে। যার কারণে সর্বত্র সন্ত্রাস, চুরি, রাহাজানি, ছিন্তাই, খুন প্রভৃতি বৃদ্ধি পাচ্ছে। কতক সুনির্দিষ্ট কারণে বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এসব সমস্যা দূর করার মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা আজ অতি জরুরি হয়ে পড়েছে।

বাংলাদেশে বেকার সমস্যার কারণ :

বেকার সমস্যার কারণ নিম্নে বর্ণিত হলো-

জনাধিক্য :

বাংলাদেশে সম্পদ ও কর্মসংস্থানের তুলনায় জনসংখ্যা অধিক হারে বাড়ছে। বাড়তি জনসংখ্যা বেকারত্বের অন্যতম কারণ।

কর্মসংস্থানের অভাব :

কর্মসংস্থানের জন্য দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা কখনো গৃহীত হয়নি। সুপরিকল্পিত কর্মসংস্থান সৃষ্টির অভাবে বেকারত্ব বাড়ছে ।

কারিগরি জ্ঞানের অভাব :

বাংলাদেশে কারিগরি জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে। কারিগরি জ্ঞানসম্পন্ন লোকজন নিজেদের কর্মসংস্থান নিজেরাই করতে পারে ।

উদ্যোক্তার অভাব :

বেসরকারি পর্যায়ে উদ্যোক্তার অভাব রয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় উদ্যোক্তারা ঝুঁকি নিতে চায় না। শিল্পায়নে প্রক্রিয়াগত জটিলতা এবং রাজনৈতিক অস্থিরতা তাদেরকে বাধাগ্রস্ত করছে।

আরও পড়ুন :- প্রবন্ধ রচনা :বাংলাদেশের জনসংখ্যা সমস্যা ও তার প্রতিকার

শহরমুখিতা :

বর্তমানে দেশের সব লোকের একটা ধারণা হয়ে গেছে যে গ্রামে কোনো উন্নয়ন সম্ভব নয়, শহরেই তা সম্ভব। তাই নিত্যদিন চাকরি-বাকরি ব্যবসায়-বাণিজ্য সবই শহরকেন্দ্রিক হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ শহরে ভিড় জমাচ্ছে, কিন্তু চাকরি নামের সোনার হরিণের নাগাল না পেয়ে বেকারত্বের বোঝা বয়ে বেড়াচ্ছে।

Read more