July 15
বাংলা প্রবন্ধ রচনা : গ্রন্থাগার
উপস্থাপনা :
গ্রন্থাগার হলো গ্রন্থ বা বইয়ের আগার বা বই রাখার স্থান। যেখানে নদীর স্রোতের মতো জ্ঞান থাকে, গ্রন্থ থাকে, বই থাকে। মানুষের জন্য তিনটি বিষয় খুবই প্রয়োজনীয়। আর সেগুলো হচ্ছে- বই, বই এবং বই। সুতরাং বইয়ের আধার লাইব্রেরি বা গ্রন্থাগারের গুরুত্ব অপরিসীম।
গ্রন্থাগারের পরিচয় :
‘গ্রন্থাগার’ শব্দটি সংস্কৃত ‘গ্রন্থ’ ও ‘আগার’ শব্দযুগলের সমন্বয়। এর ইংরেজি প্রতিশব্দ ‘Library’ যার শাব্দিক অর্থ গ্রন্থ রাখার স্থান। আর পারিভাষিক অর্থে ‘গ্রন্থাগার’ বলতে এমন একটি স্থানকে বোঝায়, যেখানে জ্ঞানরাজ্যের বহু শাখার বিচিত্র গ্রন্থরাজি সংগৃহীত থাকে। গ্রন্থ সংগ্রহ ও সংরক্ষণ করা হয় সুনির্দিষ্ট পদ্ধতিতে এখানে সুচয়িত বইগুলো পাঠকের হাতের নাগালের মধ্যেই থাকে । গ্রন্থাগারে পাঠকের জন্য পাঠের অনুকূল ব্যবস্থাও থাকে ।
আরও পড়ুন :