January 18, 2024
একুশে ফেব্রুয়ারি রচনা - ২০০ শব্দ [ক্লাস ৩, ৪ এবং ৫] - ২টি
সূচনা :
বাংলা আমাদের মাতৃভাষা। এ ভাষা আমাদের প্রাণের ভাষা। এ ভাষাকে আমাদের মুখ থেকে কেউ কেড়ে নিতে পারে নি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি এ ভাষার জন্য এদেশে যুদ্ধ হয়। তাই ২১শে ফেব্রুয়ারি আমাদের জন্য একটি স্মরণীয় দিন।
একুশে ফেব্রুয়ারির পটভূমি :
একসময় বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান—এ দুই পাকিস্তান মিলে ছিল পাকিস্তান রাষ্ট্র। পশ্চিম পাকিস্তান তখন পূর্ব পাকিস্তানকে শোষণ করত। তারা চেয়েছিল আমরা আমাদের মাতৃভাষার পরিবর্তে উর্দু ভাষা ব্যবহার করি। কিন্তু আমরা তা মেনে নিই নি। তাদের বিরুদ্ধে মিটিং সমাবেশ হতে থাকে।
১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালীন সরকার ১৪৪ ধারা জারি করে । কিন্তু পরদিন সংগ্রামী ছাত্রসমাজ ১৪৪ ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পথে নেমে আসে। এসময় পুলিশ ছাত্রদের ওপর গুলি চালায়। সে গুলিতে ভাষাসৈনিকগন শহিদ হন।