ভাবসম্প্রসারণ : স্বাস্থ্যই সকল সুখের মূল (৩টি)
মূলভাব : স্বাস্থ্য মানবজীবনের একটি অমূল্য সম্পদ। কারণ সুস্থ শরীর মানে সুস্থ মন। সুস্থতার ওপরই মানুষের সমস্ত সুখ-স্বাচ্ছন্দ্য নির্ভর করে।
সম্প্রসারিত ভাব : প্রত্যেক মানুষ সুন্দর, সুখী জীবন প্রত্যাশা করে। তাঁর জন্য দরকার শরীরের সুস্থতা। সর্বপ্রকার সুখের মূলেই রয়েছে সুস্বাস্থ্য। মানুষের শরীরের সাথে মন অনেকাংশে নির্ভর করে। শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকে, মন সুস্থ থাকলে সব কাজে উদ্দীপনা পাওয়া যায়। লেখাপড়া, খেলাধুলা, আমোদ-প্রমোদ সবকিছুর জন্যই শরীরের সুস্থতা দরকার।
শরীর সুস্থ না থাকলে সবকিছুই বিস্বাদ মনে হয়। স্বাস্থ্যহীন ব্যক্তিকে টাকা-পয়সা, মান- সম্মান কোনো কিছুই সুখ দিতে পারে না। একজন স্বাস্থ্যহীন ব্যক্তি সবসময় নিরানন্দ, হতাশা এবং অন্তর্দ্বন্দ্বে ভোগেন। যার ফলে তার জীবন যাপন দুঃসহনীয় হয়ে পড়ে। কাজেই বলা যায়, স্বাস্থ্যবান গরিব ব্যক্তি স্বাস্থ্যহীন ধনী ব্যক্তির চেয়ে সহস্রগুণ সুখী।