January 1, 2024
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা - Class 6, 7, 8, 9, 10 | PDF
উপস্থাপনা ঃ
ইতিহাস সাক্ষ্য জাতির ক্রান্তিকালে Hero বা নায়ক-এর প্রয়োজন হয়ে থাকে । তিনি তখন সাধারণের স্বপ্নের আশার প্রতিনিধিত্ব করেন । জাতির আপন সত্তা অর্জনের সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং জনকের অভিধা লাভ করেন । আমরা প্রত্যক্ষ করেছি আমাদের দেশের সেই মানুষটি, জাতির জনক বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমান ।
জন্ম ঃ
জাতির জনক বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন । বাল্যকালে তিনি গ্রামের বাড়িতে লালিত-পালিত হন । তাঁর পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম সাহেরা বেগম ।
শিক্ষা ঃ
গোপালগঞ্জ মিশন স্কুল হতে তিনি মেট্রিক পাস করেন। ১৯৪৭ সালে তিনি কলিকাতা ইসলামিয়া কলেজ হতে স্নাতক ডিগ্রী লাভ করেন । ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করে এবং শেখ মুজিব ঢাকায় প্রত্যবর্তন করে আইনের উপর পড়াশোনা করেন ।