March 6

খেলাধুলার প্রয়োজনীয়তা - প্রবন্ধ রচনা

ভূমিকা :-

খেলাধুলা মানবজীবনে আনন্দমুখর পরিবেশ সৃষ্টিতে অত্যন্ত সহায়ক। খেলাধুলা বিনোদনের উত্তম মাধ্যম। জাতীয় জীবনে বিনোদন হিসেবে খেলাধুলার বিকল্প নেই। এর প্রয়োজনীয়তা ব্যক্তি থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল স্তরেই সমভাবে গুরুত্বপূর্ণ ।

খেলাধুলার ধরন :-

খেলাধুলা সাধারণত দু'ধরনের। একটি হচ্ছে ঘরোয়া খেলাধুলা এবং অন্যটি হচ্ছে মাঠের খেলাধুলা। এই দু'শ্রেণির খেলার মাঝে দেশীয় এবং আন্তর্জাতিক খেলাও হতে পারে। আমাদের দেশীয় খেলার মধ্যে হা-ডু-ডু বা কাবাডি, কানামাছি, বৌছি, গোল্লাছুট ইত্যাদি প্রধান ৷ আন্তর্জাতিক খেলার মাঝে রয়েছে ফুটবল, ক্রিকেট, হকি, টেনিস, দাবা, ব্যাডমিন্টন, ভলিবল ইত্যাদি। জাতীয় জীবনে দেশীয় এবং আন্তর্জাতিক এ দু'প্রকার খেলারই প্রয়োজনীয়তা রয়েছে ।

খেলাধুলার প্রভাব :-

খেলাধুলা মানুষকে নিয়মানুবর্তী হতে ও চরিত্র গঠন করতে বিশেষভাবে সহায়তা করে। খেলার মাঠে খেলোয়াড়দের অবশ্যই মাঠ কর্তৃপক্ষ ও রেফারির সকল সিদ্ধান্ত মেনে নিতে হয়। এছাড়া পরিমিত খেলাধুলা মানুষের মনকে সুন্দর ও প্রফুল্ল রেখে চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে । খেলাধুলার কারণে পরোক্ষভাবে হলেও গোটা মানবসভ্যতার বিকাশ ঘটে ।

আরও পড়ুন