November 6, 2023

বাংলা রচনা - অধ্যবসায় [ Class - 6, 7, 8 ,9 ,10] এবং HSC

উপস্থাপনা :

কোন কাজে একবার সফলতা না এলে তার জন্য বার বার চেষ্টা করার নামই অধ্যবসায়। যে কোন মহৎ কাজ প্রথম প্রচেষ্টায় সুসম্পন্ন নাও হতে পারে। আর এজন্য যে ব্যক্তি হতাশ হয়ে পড়ে, পরাজয়ের গ্লানিতে দগ্বীভূত হয়ে কাজ থেকে দূরে সরে আসে, সে কোনদিন কোন কাজে সফলতা অর্জন করতে পারে না । সীমাহীন প্রতিকূলতার সাথে লড়াই করে যে টিকে থাকতে পারে সেই জয়ী হয় এবং তার জীবনেই আসে কাঙ্ক্ষিত সাফল্য ।

অধ্যবসায় কী :

অধ্যবসায় হচ্ছে কতিপয় গুণের সমষ্টি। চেষ্টা, উদ্যোগ, আন্তরিকতা, পরিশ্রম, ধৈর্য ইত্যাদি গুণের সমন্বয়ে অধ্যবসায় পরিপূর্ণতা লাভ করে। কোন কাজে ব্যর্থ হওয়ার পরও সফলতার জন্য পুনঃ পুনঃ চেষ্টা করার নামই অধ্যবসায়। তাছাড়া মনের আস্থা ও বিশ্বাসকে বাস্তবে রূপদানের জন্য সুদৃঢ় সংকল্প নিয়ে চেষ্টার পুনরাবৃত্তিকেও অধ্যবসায় বলা হয় ।

Read more