February 7, 2024

সাওম অর্থ কি? সাওম কাকে বলে। সাওম কত প্রকার ও কি কি  

উপস্থাপনা : ইসলামের পাঁচটি স্তরের মধ্যে অন্যতম একটি স্তর হলো সাওম বা রোজা। যা মুসলিম মিল্লাতের তাকওয়া অর্জনের শ্রেষ্ঠতম হাতিয়ার হিসেবে ফরজ করে দিয়েছেনা। আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ, আত্মশুদ্ধি ও অধ্যাত্মিক উন্নতি সাধনে রোজা একটি অপরিহার্য ইবাদত।

সাওম এর আভিধানিক অর্থ :-

১। কাজ থেকে বিরত থাকা।

২। কঠোর সাধনা করা।

৩। অবিরাম প্রচেষ্টা।

৪। আত্মসংযম।

৫। আবু ওবাইদা বলেন - كل ممسك عن طعام او كلام

সংজ্ঞা :- সুবহে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়ত করে সকল প্রকার পানাহার, পাপাচার, স্ত্রী সহবাস সহ যাবতীয় নিষিদ্ধ কাজ হতে বিরত থাকাকে সাওম বা রোজা বলা হয়।

আরও পড়ুন