July 18, 2023

কোষ কাকে বলে? কোষের প্রকারভেদ। বৈশিষ্ট্য এবং আয়তন  

উত্তর : কোষ (Cell) :- অর্ধভেদ্য পর্দাবেষ্টিত প্রোটোপ্লাজমের যে ক্ষুদ্র অংশ উপযুক্ত পরিবেশে নিজস্ব উপাদানগুলো নিজেই তৈরি করে নিতে পারে তাকে কোষ বলে।

কোষই জীবের গঠন ও কার্যের একক। পূর্বসৃষ্ট কোষ হতে নতুন কোষের সৃষ্টি হয় । রবার্ট হুক নামক বিজ্ঞানি Cell বা কোষ কথাটির আবিষ্কারক ।

Table of Contents

কোষের প্রকারভেদ :-

(ক) শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে : কোষ দু' প্রকার। যথা -

১. দেহকোষ বা প্রাককেন্দ্রিক কোষ (Somatic Cell) ।

২. জননকোষ বা সুকেন্দ্রিক কোষ (Reproductive Cell) ।

দেহকোষ ও জননকোষ কাকে বলে?এদের মধ্যে পার্থক্য ও উদাহরণ সহ ব্যাখ্যা

(খ) নিউক্লিয়াসের গঠন অনুসারে : কোষ দু' প্রকার । যথা –

১. আদিকোষ (Prokaryotic Cell) ও

২. প্রকৃতকোষ (Eukaryotic Cell) ।

(গ) নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে কোষ দু' প্রকার। যথা –

১. ডিপ্লয়েড কোষ ( Diploid cell )।

২. হ্যাপ্লয়েড কোষ ( Haploid cell )।

(ঘ) জীব জগতের শ্রেণীবিভাগের উপর ভিত্তি করে : কোষ দু' প্রকার । যথা -

১. উদ্ভিদকোষ (Plant Cell) ও

২. প্রাণিকোষ (Animal Cell)।

Read more..