March 5
যেসব কারণে রোজা ভঙ্গ হয় না - মাসয়ালা মাসায়েল
মাসআলা– ১ :
রোযা রেখে যদি রোযার কথা ভুলে কিছু খেয়ে ফেলে বা ভুলে স্বামী-স্ত্রীর সহবাস হয়ে যায়, তবে তাতে রোযা ভঙ্গ হবে না। পেট ভরে খেলেও না । কিন্তু খাওয়া অবস্থায় স্মরণ হলে সাথে সাথেই তা বন্ধ করে দেবে।
মাসআলা– ২ :
কোন রোযাদারকে ভুল বশতঃ খেতে দেখলে রোযাদার যদি সবল হয়, তবে তাকে স্মরণ করিয়ে দেয়া ওয়াজিব । কিন্তু যদি সে শক্তিহীন দুর্বল হয়, তবে স্মরণ করাবে না ।
মাসআলা- ৩ :
রোযা রেখে দিনে ঘুমালে ও স্বপ্ন দোষ হলে বা স্বপ্নে কিছু খেলে বা পানাহার করলে রোযা ভঙ্গ হয় না ।
মাসআলা- ৪ :
রোযা রেখে সুরমা, তেল বা সুগন্ধি লাগানো জায়েয আছে।
মাসআলা- ৫ ঃ
রোযা রেখে দিনের বেলা স্বামী-স্ত্রী এক সাথে শয়ন করা, পরস্পর হাত লাগানো বা ভালবাসা দেখানো জায়েয। কিন্তু যদি কামভাব প্রবল হয়ে সহবাসের আশংকা হয় তবে এরূপ করা মাকরূহ। (হ্যাঁ, যে সব অধিক বয়স্ক লোকের মনে চাঞ্চল্য আসে না তাদের জন্য মাকরূহ নয়।)