ছোটদের মহানবী সাঃ - রচনা (২টি)
ভূমিকা :-
আমার প্রিয় মানুষ হযরত মুহম্মদ (স.) ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল। তিনি ছিলেন একাধারে নবি ও রাসুল, ধর্মীয় প্রধান, আইন প্রণেতা ও রাষ্ট্রপ্রধান।
বাল্যকাল :-
আরব দেশের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দে হযরত মুহম্মদ (স) জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল্লাহ ও মাতার নাম আমিনা।
চরিত্র :-
বাল্যকাল হতে তিনি ছিলেন চিন্তাশীল, পরোপকারী ও সত্যবাদী। তাঁর সত্যবাদিতার জন্য লোকে তাঁকে আল-আমিন বা 'বিশ্বাসী' উপাধি প্রদান করেছিল।
ওহি লাভ ও ধর্ম প্রচার :-
৪০ বছর বয়সে ৬১১ খ্রিস্টাব্দে হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্নকালে তাঁর কাছে ওহি আসে। তিনি সত্য ধর্ম, শান্তির ধর্ম ইসলাম প্রচারের জন্য আদিষ্ট হন। কিন্তু মূর্তিপূজক আরবরা তাঁর পথে তীব্র বাধা দিতে থাকে।
মুষ্টিমেয় ক'জন ছাড়া তিনি প্রচারকাজে তেমন অগ্রগতি অর্জন করতে পারেন নি। ফলে দীর্ঘ ১৩ বছর মক্কার পথে- প্রান্তরে ঘুরে প্রায় বিফল হয়ে আল্লাহর নির্দেশে মদিনায় হিযরত করেন।