August 31, 2023

নিউক্লিয়াস ও নিউক্লিওলাসের সংজ্ঞা,গঠন, কাজ, চিত্র,ও পার্থক্য  

উত্তর ঃ অল্প কথায় কোষের সকল কাজ নিয়ন্ত্রণকারী কেন্দ্রে অবস্থিত সুস্পষ্ট অঙ্গটি হলো নিউক্লিয়াস । একে এভাবেও বলা যায় যে, প্রতিটি জীবকোষের প্রোটোপ্লাজমে যে অধিকতর ঘন ও অপেক্ষাকৃত স্পষ্ট অঙ্গটি বিদ্যমান তাকে কোষের নিউক্লিয়াস (Nucleous) বলে।

Table of Contents

নিউক্লিয়াসের গঠন :-

নিউক্লিয়াস চারটি অংশ নিয়ে গঠিত।

⧉ অংশগুলো হলো:-

(ক) নিউক্লিয়ার মেমব্রেন (Neucleor Membrane)

(খ) নিউক্লিওপ্লাজম (Neucleoplasm)

(গ) নিউক্লিওলাস (Neucleolus) এবং

(ঘ) ক্রোমোসোম (Chromosome) ।

⧉ নিম্নে এদের গঠন ও কাজ বর্ণনা করা হলো :-

(ক) নিউক্লিয়ার মেমব্রেন (Neucleor Membrane)

গঠন :-

১. দ্বি-স্তর বিশিষ্ট কোষের স্বচ্ছ ঝিল্লীব‍ৎ বহিরাবরণীই হলো নিউক্লিয়ার মেমব্রেন ।

২. উপরের স্তরটি ছিদ্রযুক্ত এবং ভিতরের স্তরটি ছিদ্রবিহীন এবং

৩. রাসায়নিকভাবে ইহা প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত ।

Read more