February 19, 2024
বিজয় দিবস - রচনা : ১০০, ২০০, ৩০০ এবং ৫০০ শব্দ
সূচনা :-
বাঙালির জাতীয় জীবনে বিজয় দিবস হিসেবে ১৬ই ডিসেম্বর গৌরবজনক দিন । আমাদের স্বাধীনতার চূড়ান্ত অর্জন বিজয় দিবস।
বিজয় দিবস :-
দীর্ঘ নয় মাস ধরে মুক্তিসংগ্রাম চলে। অতঃপর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর তারিখে ৯৩ হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে। এভাবেই আমাদের পূর্ণ বিজয় লাভ হয়।
তাৎপর্য :-
আমাদের জাতীয় জীবনে এই বিজয় দিবসের বিশেষ তাৎপর্য আছে। ত্রিশ লক্ষ শহীদের রক্ত- এই বিজয় এনেছে বলে আমাদের জাতীয় জীবনে এর মর্যাদা কম নয়। বীর জাতি হিসেবে আমাদের পরিচয় এই বিজয়ের ফল। তাই বিজয় দিবসের মূল্য অপরিসীম।