May 19, 2024

প্রবন্ধ রচনা : প্রকৃতি ও বিজ্ঞানের সম্পর্ক

ভূমিকা :

প্রতিটি মানুষ প্রকৃতির সন্তান। বিশেষ একটা প্রাকৃতিক নিয়মনীতির মধ্য দিয়ে মানুষ পৃথিবীতে আসে। আর প্রকৃতি মানব সন্তানের জন্য প্রয়োজনীয় আলো-বাতাসসহ সবকিছু তার পৃথিবীতে আগমনের পূর্বেই সুসজ্জিত করে রাখে। পাশাপাশি বিজ্ঞান মানুষকে জীবন, সংস্কৃতি ও সভ্যতার উচ্চ আসনে সমাসীন করে। পৃথিবীর অন্ধ প্রকৃতির কাছে বিজ্ঞানের ভূমিকা সর্বোচ্চ। তাই প্রকৃতি ও বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত।

আদিম প্রকৃতি :

আদিকালে মানুষ যখন অরণ্যে বাঁস করত, তখন সে শীত থেকে আত্মরক্ষা করতে জানত না। ঝড়ের মুখে তার সকল শক্তি তুচ্ছ হয়ে যেত, তুষারপাতে তার অস্তিত্ব বিলীন হতো। মানব সভ্যতার এ পর্যায়ে হিংস্র পশুর সাথে যুদ্ধ করে ফলমূল খেয়ে তাকে জীবন ধারণ করতে হতো।

মানুষের আবিষ্কার :

প্রকৃতির গতিপথে প্রস্তর যুগে কোনো এক শুভ মুহূর্তে মানুষ আগুন আবিষ্কার করল। এ আবিষ্কার তার জীবনধারায় পরিবর্তন এনে দেয়। তখন থেকেই প্রকৃতির সাথে মানুষের নিরন্তর সংগ্রাম চলছে। মানুষ খনির গর্ত থেকে কয়লা আহরণ করছে, সাগরকে সেতু দ্বারা বেঁধে দিচ্ছে। আকাশে বিচরণ করছে। দূরকে নিকট করছে, রোগ জয় করছে। শতভাবে শতরূপে মানুষ প্রকৃতিকে হার মানাচ্ছে। এমনকি প্রকৃতিকে জয় করা এখন তার একটি নেশা মাত্ৰ ৷

আরও পড়ুন