September 10, 2023

মাইটোসিস কাকে বলে? মাইটোসিসের বৈশিষ্ট্য, গুরুত্ব এবং কোথায় ঘটে  

মাইটোসিস কোষ বিভাজন (Mitotic Cell Division) :

সংজ্ঞা :- যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ কতকগুলো সুস্পষ্ট ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে সমান আকার ও অভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন এমন দুটি অপত্য কোষের সৃষ্টি করে যাহাদের প্রতিটিতে ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোমের সংখ্যার সমান থাকে তাকে “মাইটোসিস কোষ বিভাজন” বলে ।

  • মাইটোসিস কোষ জীবের দেহ কোষে অবস্থান করে ।

মাইটোসিস কোষের কোথায় সংগঠিত হয় ?

উত্তর : মাইটোসিস সংগঠনের স্থান (Site of Mitosis) বা মাইটোসিস কোথায় সংগঠিত হয়

সকল উদ্ভিদ এবং প্রাণির বর্ধনশীল অঙ্গে মাইটোসিস সংগঠিত হয়। ইহা ব্যতীত এককোষী শৈবাল কিংবা আদ্য প্রাণী হতে আরম্ভ করে সপুষ্পক উদ্ভিদ এবং মেরুদণ্ডী প্রাণিদেহে মাইটোসিস দেখতে পাওয়া যায় ।

উদ্ভিদের কান্ড ও মূলের অগ্রভাগ, পত্র ও পুষ্পমুকুল, অগ্রমুকুল, ভ্রূণমূল, মৃদ্‌গত কাল্ডের মুকুল প্রভৃতি সজীব দেহকোষে মাইটোসিস সংগঠিত হয়। উচ্চতর প্রাণিদেহে সংগঠিত ভ্রুণের পরিস্ফূটন ও বৃদ্ধিকাল হতে জন্মের পর নির্দিষ্ট বয়ঃসীমা পর্যন্ত মাইটোসিস হয় । প্রসংগতঃ নিউরোন জন্মগ্রহণের পর বিভাজিত হয় না ।

ও অপত্য কোষ (Daughter Cell) গঠনের সময় মাতৃকোষটি (Mother Cell) চারটি দশা বা ফেস (Phase) বা অবস্থা (Stage) অতিক্রম করে।

১. প্রোফেজ বা প্রথম অবস্থা (Prophase)

২. মেটাফেজ বা দ্বিতীয় অবস্থা (Metaphase)

৩. অ্যানাফেজ বা তৃতীয় অবস্থা (Anaphase)

More