April 17, 2024

ভাবসম্প্রসারণ-চির সুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে কি পারে

মূলভাব : চিরসুখী ব্যক্তিরা কখনো গরিবের দুঃখ-জ্বালা বুঝে না ।

সম্প্রসারিত ভাব : দুঃখ ও সুখ এই জগতের একটা নিয়ম । ব্যথা ও দুঃখ ভোগ ব্যতীত সুখের সম্যক উপলব্ধি হয় না। সুখের অনাবিল আনন্দ সুখীজনের জীবন সার্থক করে তোলে । তার কাছে জীবন ও জগৎ বড় আরামদায়ক স্থান মনে হয় । সুখের আনন্দে সে দুঃখের কথা ভুলে যায়। দুঃখীর মর্মবেদনা সে বুঝতে পারে না। দুঃখীর দুঃখ তার মনে কোনো ছাপ ফেলে না। তাকে ভাবায় না, কাঁদায় না, বেদনাহত করে না। কারণ, সে যেমন নিজে সুখী, তেমনি পৃথিবীর সবাইকে সুখী মনে করে। তার এই ভুল উপলব্ধিই তাকে স্বার্থপর করে তোলে। সুখীজন যেহেতু দুঃখজনের মতো দুঃখ -বেদনা ভোগ করে না, তাই দুঃখের মর্ম সে বুঝতে পারে না। সাপে যাকে দংশন করেনি, সে যেমন সাপের দংশনের জ্বালা বুঝতে পারে না, সুখীজনও ঠিক তেমনি দুঃখীজনের অন্তরজ্বালা বুঝতে পারে না ।

সম্পূর্ণ পড়তে ক্লিক করুন