November 19, 2023

বাংলাদেশের কৃষক - রচনা ১৫ প্যারা

বাংলাদেশের কৃষক — রচনা ১৫ প্যারা

উপস্থাপনা :

বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এ দেশের ৮০% লোক কৃষির ওপর নির্ভরশীল। বিশ্বের আদিমতম শিল্পী কৃষক সমাজ ৷ কৃষকরা মাঠে কাজ করে ফসল ফলায়, সে ফসলে আমাদের অন্ন আসে। আমাদের কৃষকদের বাস্তবজীবন বড়ই বৈচিত্র্যময়। চরম কষ্ট আর ক্ষণিক আনন্দের খেলা চলে বাংলাদেশের কৃষকদের সংগ্রামী জীবনে। তাই কৃষকের সংগ্রামী জীবনকে আমাদের অবশ্যই সম্মানের চোখে দেখতে হবে ।

কৃষকদের পরিচয় :

যারা মাথার ঘাম পায়ে ফেলে ক্ষেত-খামারে নানা শস্য ফলায় তারাই কৃষক। এ দেশের কৃষকদের একশভাগ গ্রামে বাস করে। তবে শহর-বন্দরের আশেপাশে কিছু কৃষকের অবস্থান লক্ষ্য করা যায়। তাদের পোশাক-পরিচ্ছদে কোনো আড়ম্বর বা বাহুল্যতা নেই।

প্রচণ্ড রোদে বৃষ্টিতেও লুঙ্গি, গামছা, গেঞ্জি বা ছোটখাটো শার্ট, পাঞ্জাবি ছাড়া তাদের গায়ে কোনো পোশাক দেখা যায় না। পূর্ণ মৌসুমের সময় তাদের নাওয়া-খাওয়া ও পোশাকের কোনো খবর থাকে না বললেই চলে ।

Read more