November 7, 2023

বাংলা রচনা - চরিত্র [ Class - 6, 7, 8 ,9 ,10] এবং HSC

উপস্থাপনা :

"The crown and glory of life is character"— "চরিত্র মানব জীবনের গৌরব মুকুট।” কাজ কর্ম, কথায়-চিন্তায়, ওঠা-বসায়, আচার-আচরণে প্রতিটি ক্ষেত্রে পূত-পবিত্রতাকেই সচ্চরিত্র বলে। সুন্দর চরিত্র মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। মানুষ অন্য কোন গুণের অধিকারী না হলেও চারিত্রিক উৎকর্ষের জন্য সমাজে শ্রদ্ধার পাত্র হিসেবে চিহ্নিত হতে পারে। একমাত্র চরিত্রগুণেই মানুষ “আশরাফুল মাখলুকাত” বা সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

চরিত্র কী :

মানুষের শ্রেষ্ঠত্বের প্রধান সোপান তার চরিত্র, চরিত্র শব্দটির ইংরেজি প্রতিশব্দ "CHARACTER" মানুষ হিসেবে সমগ্র সৎগুণাবলি ধারণ করাই চরিত্র।

Read more