September 4, 2023
মাইটোসিস কোষ এর বিভিন্ন পর্যায়- মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য
মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়ঃ
প্রোফেজ
২. ক্রোমোজোমগুলোর জলবিয়োজন ঘটে এবং ক্রমাগত খাটো ও মোটা হয় ।
৩. ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য বিভক্ত হয়ে ক্রোমোটিড তৈরি করে ।
৪. কোষের দিকে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে ।
প্রো-মেটাফেজ
১. দুই মেরুযুক্ত স্পিন্ডলযন্ত্রের সৃষ্টি হয় ।
২. স্পিন্ডলযন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলে । এক মেরু হতে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোকে স্পিন্ডলতন্তু বলে । সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তু বলে ।