July 3, 2024

সরল,জটিল ও যৌগিক বাক্যের সংজ্ঞা, উদাহরণ, রূপান্তর, পার্থক্য,বৈশিষ্ট্য

সংজ্ঞা : যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।

সরল বাক্য উদাহরণ :

  1. মাহিন স্কুলে যায়।
  2. শিশুটি খেলা করে।
  3. আকাশে সূর্য ওঠেছে ।
  4. খোকন নিয়মিত পড়ালেখা করে।
  5. ছেলেটি ব্যাকরণ জানেনা।
  6. রহিম মাদ্রাসা থেকে আসছে।
  7. সে বই পড়ে।
  8. গুরুজনকে সবারই ভক্তি করা উচিত।
  9. আমরা প্রতিদিন স্কুলে যাই।
  10. মিনা ভাত খেয়েছে ।

আরও পড়ুন