Yesterday

স্বরসন্ধি কাকে বলে?স্বরসন্ধি গঠনের দশটি নিয়ম।উদাহরণ সহ ব্যাখ্যা

সংজ্ঞা : স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে সরসন্ধি বলে। যেমন : হিম + আলয় = হিমালয়, পরি + ঈক্ষা = পরীক্ষা, জন + এক = জনৈক ইত্যাদি।

স্বরসন্ধি গঠনের দশটি নিয়ম :

নিয়ম-১ : অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্ণের সঙ্গে যুক্ত হয়। যেমন —

অ + অ = আনর + অধম = নরাধম
হিম + অচল = হিমাচল

অ + আ = আজল + আশয় = জলাশয়
হিম + আলয় = হিমালয়

আ + অ = আআশা+ অতীত = আশাতীত
মহা + অ = মহার্ঘ

আ + আ = আবিদ্যা + আলয় = বিদ্যালয়
কারা + আগার = কারাগার

নিয়ম-২ : ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে ঈ-কার হয়। ঈ-কার পূর্ববর্ণে যুক্ত হয় । যেমন-

সম্পূর্ণ দেখুন