January 29, 2024
শীতের সকাল - বাংলা রচনা : Class 3, 4, 5
সূচনা:
বাংলাদেশ ঋতুবৈচিত্র্যের দেশ। ঋতুচক্রের পালায় বছরের শেষদিকে কনকনে ঠান্ডা আর কুয়াশা নিয়ে আসে শীত ।
শীতের সকালের প্রকৃতি:
শীতের সকাল থাকে কুয়াশার চাদরে ঢাকা। কুয়াশার আবরণ সরিয়ে রোদের দেখা মিলতে সময় লাগে ৷ বাইরের কনকনে শীতের জন্য লেপের আরাম ছেড়ে উঠতে ইচ্ছা হয় না। পথে মানুষের চলাচল থাকে কম ।
শীতের সকালে গ্রামগঞ্জ:
তীব্র শীত উপেক্ষা করে খুব সকালেই গ্রামের মানুষ মাঠের কাজে যায়। বধূরা খুব ভোরে উঠে ঘরকন্নার কাজ শুরু করে। গাছিরা খেজুর গাছ থেকে নামায় রসের হাড়ি। ছোট ছোট ছেলে-মেয়ের দল মজা করে খেজুরের রস খায়।
অনেকে রোদ না ওঠা পর্যন্ত আগুন পোহায়। বাগান আলো করে ফোটে গাঁদা, কলাবতী, ডালিয়া, চন্দ্রমল্লিকা। বনে, পথে ও মাঠে দেখা যায় পলাশ, শিমুলের মত চোখ জুড়ানো ফুল ।
সম্পূর্ণ পড়তে এখানে ক্লিক করুন