ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ভাবসম্প্রসারণ - ৩টি
মূলভাব : প্রতিটি শিশুর অন্তরের মধ্যে তার ভবিষ্যৎ জীবনের অংকুর লুকায়িত থাকে ।
সম্প্রসারিত ভাব : শিশুরাই জাতির ভবিষ্যৎ। আজ যারা শিশু তারা একদিন বড় হবে। বড় হয়ে তারা জাতিকে নেতৃত্ব দেবে। তারা জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তারাই হবে ভবিষ্যৎ জাতির কান্ডারী বা পরিচালক । তাদের পরিচালনায় চলবে দেশ ও জাতি। এ উদ্দেশ্য সামনে রেখে প্রতিটি শিশুকে সেভাবে গড়ে তুলতে হবে। তাদের মনের মধ্যে সত্য সুন্দরের বার্তা পৌঁছে দিতে হবে।
তাদেরকে দিতে হবে সঠিক পথের সন্ধান । প্রতিটি শিশুকে সুশিক্ষিত করে গড়ে তোলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয় আজ আমাদের দেশে বহু শিশু অনাদর ও অবহেলায় অমানবিক পরিশ্রম করে জীবন-যাপন করছে। শিশুদের এ করাল গ্রাস থেকে মুক্ত করতে হবে। তাদেরকে দিতে হবে সত্য সুন্দর পথের সন্ধান । তবেই জাতি হবে স্বয়ং সম্পূর্ণ ।