November 24

মাত্রা,কার ও ফলা কাকে বলে?কয়টি।কার,ফলা চিহ্ন দিয়ে শব্দ গঠন 

মাত্রা কাকে বলে ?

সংজ্ঞা : বাংলা বর্ণের উপর যে রেখা ( — ) চিহ্ন দেয়া হয় তাকে মাত্রা বলে ।

মাত্রার প্রকারভেদ :

মাত্রা প্রধানত তিন প্রকার। যথা —

১. পূর্ণমাত্রা,

২. অর্ধমাত্রা ও

৩. মাত্রা ছাড়া।

১। পূর্ণমাত্রা : যেসব বর্ণের মাত্রা পূর্ণ হয় সেগুলোকে পূর্ণমাত্রা বর্ণ বলা হয়। বাংলা ভাষায় পূর্ণ মাত্রা বর্ণ ৩২টি। যথা —

অ, আ, ই, ঈ, উ, ঊ, ক, ঘ, চ, ছ,জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, ন, ফ, ব, ভ, ম, য, র, ল, ষ, স, হ, ড়, ঢ়, য়। (স্বরবর্ণ ৬ টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬ টি)

২। অর্ধ মাত্রা : যেসব বর্ণের মাত্রা অর্ধ হয় সেগুলোকে অর্ধ মাত্রা বর্ণ বলা হয়। বাংলা ভাষায় অর্ধমাত্রা বর্ণ ৮টি। যথা-

ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ। (স্বরবর্ণ ১টি — ঋ এবং ব্যঞ্জনবর্ণ ৭ টি — খ, গ, ণ, থ, ধ, প, শ ) ।

৩। মাত্রা ছাড়া : যেসব বর্ণের মাত্রা নেই সেগুলোকে মাত্রা ছাড়া বা মাত্রাহীন বর্ণ বলা হয়। মাত্রা ছাড়া বর্ণ ১০টি। যথা —

এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ ( সরবর্ণে ৪ টি — এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণে ৬ টি — ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ) ।

আরও পড়ুন