November 28

যুক্তবর্ণ কাকে বলে?কত প্রকার।যুক্তবর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন

দুই বা দুয়ের অধিক ব্যঞ্জনবর্ণ একত্রে মিলিত হয়ে যুক্তবর্ণ গঠিত হয়। যেমন- স এবং ক মিলে হয় = স্ক, ষ এবং ট মিলে হয় = ষ্ট ইত্যাদি। বাংলা ভাষায় যুক্তবর্ণের সংখ্যা অনেক। যুক্তবর্ণকে সংযুক্তবর্ণ বা যুক্তাক্ষরও বলা হয়। যুক্তবর্ণ বা যুক্তাক্ষরগুলো কখনো ওপর-নিচ, আবার কখনো বা পাশাপাশি লেখা হয়।

সংজ্ঞা : দুই বা ততোধিক ব্যঞ্জনবর্ণ একত্রে মিলিত হয়ে যে নতুন ব্যঞ্জনবর্ণ গঠন করে, তাকে যুক্তবর্ণ বা যুক্তাক্ষর বলে। যেমন-স্ক (স + ক), ক্ত (ক + ত), ন্দ (ন + দ), ষ্ঠ (ষ + ঠ) ইত্যাদি।

যুক্তবর্ণের প্রকারভেদ :

বাংলা যুক্তবর্ণগুলো তিন ধরনের। যথা-

১। একই বর্ণের যুক্তবর্ণ। যেমন-ক + ক = ক্ক, ন + ন =ন্ন, দ + দ = দ্দ ইত্যাদি।

২। পৃথক বর্ণের যুক্তবর্ণ। যেমন-ক + ত = ক্ত, স + ত = স্ত, চ + ছ = চ্ছ ইত্যাদি।

৩। তিন বর্ণের যুক্তবর্ণ। যেমন — চ + ছ + ব = চ্ছ্ব, জ + জ + ব = জ্জ্ব ইত্যাদি।

আরও পড়ুন