পেটের যাদু নষ্টের আয়াত
প্রসঙ্গঃ পেটের যাদু শিরোনামে পূর্বে প্রকাশিত একটি লেখায় “পেটের যাদু” এর এর ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে । আজকের লেখায় শুধুমাত্র পেটের যাদু নষ্টের সহায়ক আয়াত নিয়ে আলোচনা করব—ইনশআল্লাহ্।
১ । সূরা আ’রাফ ১১৭ থেকে ১২২নং আয়াত ২ । সূরা ইউনুস ৮১ ও ৮২নং আয়াত ৩ । সূরা ত্বহা ৬৯ নং আয়াত
১। সূরা নাহাল – ৬৮, ৬৯ এবং ৭৮ ২। সূরা সাফ্ফাত – ৬২ থেকে ৬৮ এবং ১৪৩ থেকে ১৪৫ নম্বর আয়াত ৩। সূরা ওয়াকিয়া – ৫১ থেকে ৫৬ নম্বর আয়াত ৪। দুখান – ৪৪ থেকে ৪৯ নম্বর আয়াত ৫। সূরা যিলযাল – সম্পূর্ণ
উপরোক্ত আয়াতগুলো পড়ে পানি, মধু, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সোনাপাতা, বরই পাতা সিদ্ধ করা পানি ইত্যাদিতে রুকইয়াহ করে প্রতিদিন সকালে খালিপেটে পান করবেন । যেকোন একটি ব্যবহার করলেও হবে, তবে একাধিক বা সবগুলো করতে পারলে বেশি ভালো। আয়াতগুলো তিলাওয়াত করার সময় পেটের উপর হাত রেখেও তিলাওয়াত করতে পারলে বেশি ভালো।
আয়াতগুলো তিলাওয়াত করে কোন কথাবার্তা বলার আগে পানি, মধু ও অলিভ অয়েলে ফুঁ দিয়ে তা সকালে খালিপেটে এবং রাতে ঘুমানোর পূর্বে সকল খাবারদাবার সেরে সবশেষে পান করে ফেলবেন ।
১ । সূরা আ’রাফ ১১৭ থেকে ১২২নং আয়াত
وَ اَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنْ اَلْقِ عَصَاكَ ۚفَاِذَا هِیَ تَلْقَفُ مَا یَاْفِكُوْن﴿۱۱۷﴾ فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا کَانُوْا یَعْمَلُوْنَ ﴿۱۱۸﴾ فَغُلِبُوْا هُنَالِكَ وَانْقَلَبُوْا صٰغِرِیْنَ ﴿۱۱۹﴾ وَ اُلْقِیَ السَّحَرَةُ سٰجِدِیْنَ ﴿۱۲۰﴾ قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِیْنَ ﴿۱۲۱﴾ رَبِّ مُوْسٰی وَهٰرُوْنَ ﴿۱۲۲﴾
উচ্চারণঃ ওয়া আওহাইনাইলা-মূছাআন আলকি‘আসা-কা ফাইযা-হিয়া তালকাফুমাইয়া’ফিকূন। ফাওয়াকা‘আল হাক্কুওয়া বাতালা মা-কা-নূইয়া‘মালূন। ফাগুলিবূহুনা-লিকা ওয়ান কালাবূসা-গিরীন। ওয়া উলকিয়াছছাহারাতুছা-জিদীন। কা-লূআ-মান্না-বিরাব্বিল ‘আ-লামীন। রাব্বি মূছা-ওয়া হা-রূন।
{(80) فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَى مَا جِئْتُمْ بِهِ السِّحْرُ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ (81) وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ (82)} [يونس: 80 - 82]
উচ্চারণঃ ফালাম্মাআলকাও কা-লা মূছা- মা-জি’তুম বিহিছছিহরু ইন্নাল্লা-হা ছাইউবতিলুহূ ইন্নাল্লা-হা লা-ইউসলিহু‘আমালাল মুফছিদীন। ওয়া ইউহিক্কুল্লা-হুল হাক্কা বিকালিমা-তিহী ওয়ালাও কারিহাল মুজরিমূন।
وَ اَلْقِ مَا فِیْ یَمِیْنِكَ تَلْقَفْ مَا صَنَعُوْا ؕ اِنَّمَا صَنَعُوْا کَیْدُ سٰحِرٍ ؕ وَ لَا یُفْلِحُ السَّاحِرُ حَیْثُ اَتٰی ﴿۶۹﴾
উচ্চারণঃ ওয়া আল কিমা-ফী ইয়ামীনিকা তালকাফ মা-সানা‘ঊ ইন্নামা-সানা‘ঊ কাইদুছাহিরিওঁ ওয়ালা-ইউফলিহুছছা-হিরু হাইছুআতা-।