Whelky
@whelky
19 posts

ict

জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে আইসিটি শিক্ষার দুটি গুরুত্ব হল:

ict

জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে আইসিটি শিক্ষার দুটি গুরুত্ব হল:

Bod Nozor & Ruqya

নজর অর্থ সাধারণ দৃষ্টি আর বদনজর মানে হলো– কুদৃষ্টি বা মন্দচাহনি । ১) বদনজর হলো, হিংসার নিকৃষ্ট স্বভাব-মিশ্রিত বিষাক্ত দৃষ্টি, যা কখনো কখনো ক্ষতির কারণ হয় । ২) ইবনে হাজার আসকালানী (রহ) বলেন, হিংসা নিয়ে মন্দ লোকের দৃষ্টিপাত এর প্রভাবে ব্যক্তি বা বস্তুর যে ক্ষতি হয় তাকে বদনজর বলা হয় । ৩) আল্লাহ তায়ালার প্রসংশা ব্যতিত কোনো ব্যক্তি বা বস্তুর গুণাগুণ বা প্রসংশা করার দ্বারা ব্যক্তি বা বস্তুর যে ক্ষতি হয় তাকে বদনজর বলে । ৪) কোন ব্যক্তি বা বস্তুর দিকে হিংসা মিশ্রিত বিস্ময় নিয়ে দৃষ্টি নিক্ষেপ করাকে বদনজর বলা হয় । ৫) কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি আশ্চর্য হয়ে হিংসার দৃষ্টি নিক্ষেপ করাকে বদনজর বলা হয়। বদনজরের মধ্যে আল্লাহ এতই মারাত্মক প্রভাব রেখেছেন যে, এর দ্বারা মুহুর্তের মধ্যে সুস্থ মানুষ অসুস্থ হয় যেতে পারে । একটি ভূল ধারণা : বদনজর শুধু খারাপ...

BCS -General Knowledge

* মানব দেহে সাধারনভাবে ক্রমোজোম থাকে- = ২৩ জোড়া * হীরক উজ্জ্বল দেখায় কারণ - = পূর্ণঅভ্যন্তরীণপ্রতিফলনেরজন্য * .কোন আলোক তরঙ্গে মানব চোখে দেখতে পাওয়া যায় ? = ৪০০ থেকে ৭০০ নেমি * কৃষি জমিতে প্রধানত চুন ব্ব্যবহার করা হয় - = মাতির অম্লতে হ্রাসের জন্য * কোলেস্টেরল এক ধরনের- = অসম্পৃক্ত এলকোহল * প্রবল জোয়ারের কারণ ,যখন - = সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে * সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয় এর নাম - = সেক্সট্যান্ট * কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় = ইন্টারনেট * অপটিক্যাল ফাইবার হচ্ছে - = খুব সরু ও নমনীয় কাচ তন্তুর আলোক নল * বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় - = আয়োনোস্ফিয়ার * বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন - = স্টিফেন হকিং...

BCS Bangla

* বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ? = 1907 * নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম? = অনিলাদেবী * \'আধ্যাত্মিক\'উপন্যাসের লেখক কে? = প্যারীচাঁদ মিএ * .কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ? = ভুসুকুপা * সকালে উঠিয়া আমি মনে মনে বলি,সারাদিন আমি যেন ভাল হয়ে চলি-এ চরণদ্ধয়ের লেখক- = মদনমোহন তর্কালঙ্কার * \'ঠাকুরমার ঝুলি\'কী জাতীয় রচনার সংকলন ? = রুপকথা * .\'কাঁঠালপাড়া\'য় জন্মগ্রহণ করে কোন লেখক ? = বঙ্কিমচন্দ্র চট্র্রোপাধ্যায় * নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল ? = ১৮৪৭-১৯১২ * .রবীন্দ্রনাথের\'সোনার তরী\'কবিতা কোন ছন্দে রচিত ? = মাএাবৃও * \'পাহাড়তলী\'গ্রামে জন্মগ্রহণ করেন = উপরের কোনটি সঠিক নয় * .\'পূর্বাশা\'পএিকার সম্পাদক ছিলেন- = সঞ্জয়...

Rich Dad Poor Dad Bengali Summary কিভাবে ধনী হবেন?

আমি আজ আপনাদের এমন কিছু কারন বলব যার জন্য কিছু মানুষ সারা জীবন মধ্যবিত্ত বা গরিব থেকে যায়। কিন্তু কিছু মানুষ গরিব থেকে ধনী হয়ে যায়।

যে কোনো চাকরি পরীক্ষার জন্য কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রশ্ন

[যে কোনো চাকরি পরীক্ষার জন্য কাজী নজরুল ইসলাম সম্পর্কে ১০০+ প্রশ্ন]

মর্গ থেকে বলছি (Horror Story)

মর্গ থেকে বলছি এস, এম, রাহাত পারভেজ রুদ্র পর্ব ১ রাতে খুব একটা ঘুম হয়নি। বাড়ি থেকে ফিরেছি রাতের বাসে। উদাস দিগন্ত যখন রাতের নিস্তব্ধতায় ডুবে যায় ওই মহুর্তটা আমাকে বেশ টানে। জানালার পর্দা সরিয়ে তাকিয়ে ছিলাম দূর দূরান্তে। সকালে বাসায় ফিরে নিজস্ব কিছু কাজ সেরে বিকেল নাগাদ ঘরে ফিরেছি। বাবা আর আমার মেয়ে আয়াতের জন্য মন খারাপ সাথে জাগতিক সব কিছুর উপর তিক্ততা নিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙ্গে রাত ৮ টায় শারমিন ম্যামের কলে। - আসসালামু আলাইকুম - ওয়া আলাইকুমুস সালাম। কোথায় তুমি রুদ্র? - ম্যাম আমি বাসায়। সকালে এসেছি। - তুমি কী অসুস্থ? - না ম্যাম ঘুম ছিলাম। কিছুটা ক্লান্ত। - বাবা রাতে মাসুমের ডিউটি ছিল। তার বউ অসুস্থ। ২ টা বডি আছে। তুমি একটু আজ রাতটা দেখো। রাশেদ ও থাকবে। - ম্যাম রাশেদ ভাই থাকলে আমি আর কেন। উনি.... - দেখো আমি বাহানা শুনতে চাইনা। তুমি...

বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন করণীয়!

আমাদের মধ্যে অনেকেরই ইচ্ছা, উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পড়তে যাওয়া। সেটা হতে পারে আন্ডার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কিংবা ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য। দেশের বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে আমরা অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগে থাকি। কারণ, বিষয়টি আমাদের জন্য যথেষ্ট নতুন এবং আমরা সেরকম দক্ষ মেন্টরও পাই না, যারা আমাদেরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। যার ফলে আমরা অনেকেই মিসকন্সেপশনে ভুগে থাকি এবং এই কারণে অনেক উল্টোপাল্টা সিদ্ধান্ত নিয়ে ফেলি।